এমদাদুল হক ভরসা’র নানা অভিযোগ
রংপুরে সংবাদ সম্মেলন
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেছেন, ‘নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলাসহ গ্রেফতার এবং ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে । এসব নিয়ে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি’।
সোমবার (২৪ ডিসেম্বর) রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ওই প্রার্থী।
এমদাদুল ভরসা সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ দেখতে চাই। সাধারণ মানুষও স্বাভাবিক পরিবেশে ভোট দিতে চায়। কিন্তু একের পর এক হামলা, গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে নেতাকর্মীদের’।
তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ এ পর্যন্ত ১৫ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। আবার নির্বাচনী অফিসও ভাংচুর করা হয়েছে। বিষয়গুলো নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও মেলেনি প্রতিকার‘।
এমদাদুল হক ভরসা আরো বলেন, ‘সাধারণ মানুষ ভোট দেওয়ার মাধ্যমে পরিবর্তন চায়। তাই তাদের জন্য নির্বিঘ্ন পরিবেশ দরকার। এর মধ্য দিয়েই ধানের শীষ বিপুল ভোটে জিতে যাবে’।
এইচএ/০১/২৪.১২.১৮