নিমিষে…

ইরশাদ জামিল

কবির
(কবির ফেসবুক প্রোফাইল ফটো)

এক নিমিষের মাতাল ঝড়েই সব উড়ে ছারখার,

এক নিমিষেই জলের তলায়, ভাঙলে নদীর পাড়।

এক নিমিষেই পথের ফকির লোভের মাকাল গিলে,

এক নিমিষেই গুজব ছড়ায়,কান নিয়ে যায় চিলে!

এক নিমিষের গরম স্যাঁকায় হাত পুড়ে হয় লাল,

এক নিমিষেই রাগের মাথায় তিল থেকে হয় তাল।

এক নিমিষেই কুমড়োপটাশ লাগলে আগুন, ছাই!

এক নিমিষেই জীবনপ্রদীপ এই ছিল-এই নাই!

মতামত দিন