কাউনিয়ায় আনসার ভিডিপির কম্বল পেল দুস্থ সদস্যরা

ছবি- রাতদিন

রংপুরের কাউনিয়া উপজেলায় নিজ বাহিনীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার সকালে নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বাহিনীর দুস্থ ও হতদরিদ্র সদস্যদের মাঝে এ শীতবস্ত্র তুলে দেয়া হয়।

এর আগে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহা। তিনি দেশকে এগিয়ে নিতে গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আনসার ভিডিপির প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।

এসময় আনসার ভিডিপির রংপুর উপ-পরিচালক ও জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ রেজাউল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা আনসার ভিডিপি অফিসার (অঃ দাঃ কাউনিয়া) মোঃ রেজকেকুজ জামান, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী বাবু, সদস্য মোঃ মাহাবুব রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআরডি-২৫/০১/২০১৯