কালীগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে আন্ত: উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি বিকেলে তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কালীগঞ্জ উপজেলা দল ৩-০ সেটে কেরানীপাড়া ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রশীদুজ্জামান, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এবং তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আশা, জালাল উদ্দিন, গোলাম মোর্শেদ জামিল মুন্না, এলাহান কবীর, হেমন্ত কুমার পাল ও জাকারিয়া তুহিন প্রমুখ।

টুর্নামেন্টে কালীগঞ্জ উপজেলার ৮টি দল অংশ নেয়।

এনএস/রাতদিন