কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি কারখানায় বাঈজিদ ইসলাম বাপ্পী (২৩) নামে এক কলেজছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। কাজ নিয়ে ভাগাভাগির জেরে কাচি দিয়ে আঘাত করে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে।
সোমবার, ৩০ মে দুপুরের দিকে সহকর্মী খোকন মিয়ার (৩২) সঙ্গে কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাঈজিদ ইসলাম বাপ্পী পুরাতন রেল স্টেশন সংলগ্ন চৌধুরীপাড়া এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, পৌরসভাধীন জলিল বিড়ি কারখানার অভ্যন্তরে কাজ ভাগাভাগি নিয়ে দুইজন শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়।
এরই জেরে বিড়ি শ্রমিক খোকন মিয়া টিস্যু কাটার কাচি দিয়ে বাঈজিদ ইসলাম বাপ্পীর ঘাড়ে আঘাত করে। এতে গুরুতরভাবে জখম হয় বাপ্পী। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পরই খোকন পালিয়ে যায়।
আসামি খোকন মিয়া পৌরসভাধীন সওদাগরপাড়া মাটিকাটা মোড়ের বোবা নজরুল ওরফে নজির হোসেনের ছেলে।
খোকনকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।