ক্রিকেটার সাকিবের ‘দুলাভাই’ বিমান ছিনতাই চেষ্টাকারী ?

ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিমান ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশ সম্পর্কে শালা-দুলাভাই। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবিই করেছিলেন নিহত ওই ‍যুবক। পলাশ ‘মাহিবি জাহান’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন।

ওই পেজের টাইমলাইনে গত বছরের ৩১ আগস্ট দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শিমলা ও সাকিব আল হাসানের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটি ছবি পোস্ট করেন মাহমুদ পলাশ।

ছবি : সংগৃহীত

আর ছবির ক্যাপশানে লেখেন, ‘বউ আমি আর শালা বাবু সাকিব’।

ওই পোস্টে রিতেশ সনি নামের এক ব্যক্তি সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করলে ছিনতাই চেষ্টাকারী পলাশ নিজেকে আবারও সাকিবের দুলাভাই পরিচয় দিয়ে তাকে দেখা করিয়ে দেয়ার সম্মতি জানান।

এদিকে সাকিব আল হাসানের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যম বাংলারিপোর্ট’কে জানায়, চিত্রনায়িকা শিমলা সাকিব আল হাসানের দুঃসম্পর্কের বোন হয়। সেই অর্থে মাহমুদ পলাশ সাকিব আল হাসানের দুলাভাই।

তবে এ বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এইচএ/রাতদিন