খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মেলেনি। তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এদিন দুপুর ১টা ২ মিনিটে প্রধান বিচারপতি বলেন, আমাদের প্রত্যেকের আলাদা মতামত আছে। এসে আদেশ দেব।

এরপর বেলা ১টা ১৬ মিনিটে আদালত বলেন, এটা কিন্তু আমাদের সর্বসম্মত আদেশ। জামিন আবেদন খারিজ। খালেদা জিয়া সম্মতি দিলে তার বায়োলজিক্যাল চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মেডিকেল বোর্ড।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এনএ/রাতদিন