খেলোয়ার মমতা! (ভিডিও)

বাস্তবে পাকা রাজনীতিবিদ। সম্ভবত পিছিয়ে নেই খেলাধুলাতেও। বৃহস্পতিবার, ৩ জানুয়ারি রাতে সেটাই প্রমাণ করলেন তিনি।

তিনি যখন খেলছিলেন টানা ৩২ সেকেন্ড শাটল্ কক্ নীচে পড়েনি৷  ফলে তাঁর খেলার ধরণ দেখেই বোঝা যায় তিনি খেলার মাঠেও বেশ দক্ষ।

তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী।

রাজ্যের বীরভুম  জেলা সফরে গিয়ে কাজ শেষে সরকারি কর্মকর্তাদের সাথে নেমে পড়েন ব্যাডমিন্টন খেলতে। এই খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা নিজেই তাঁর টুইটার পেজে ব্যাডমিন্টন খেলার ভিডিও আপলোড করেন।  

ভিডিও থেকে নেয়া ছবি

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বীরভুমের বোলপুর থেকে বৃহস্পতিবার ইলামবাজারে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে দিনভর কর্মসূচি ছিল তাঁর। ইলামবাজারে বাউল উৎসবের সূচনা করেন তিনি। আর ওই দিন রাতে ইলামবাজারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু রাজনীতি নয়। ৬৩ বছর বয়সে তিনি মাঠে নেমে যে রীতিমতো খেলতে পারেন, তারই প্রমাণ পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে।

এইচএ/০৪.০১.১৯

সংগৃহীত ভিডিও
মতামত দিন