ঘরের মাকড়সা তাড়ান সহজে

নিয়মিত মাকড়সার ঝুল পরিষ্কার করেও ঝুল জমার হাত থেকে নিস্তার পাচ্ছেন না। মাকড়সার উৎপাতে বার বার ফিরে আসছে ঝুলের সমস্যা। এমন ঘটনা কমবেশি সব বাড়িতেই ঘটে।

পোকামাকড় তাড়াতে বেশ কিছু রাসায়নিকে ভরসা করেন অনেকেই। কিন্তু এই সব রাসায়নিক যেমন শরীরের পক্ষে বিশেষ উপযোগী নয়; তেমন বাড়িতে শিশু থাকলে, তা বিপদজনকও হয়ে উঠতে পারে। এছাড়া এসবের খরচও অনেক বেশী।

বাড়িতে লুকিয়ে থাকা মাকড়সা তাড়াতে সবচেয়ে কার্যকরী উপাদান হলো ভিনেগার। খুব সহজেই এর দ্বারা ঘরের মাকড়সা চিরতরে বিতারিত করতে পারবেন।

এজন্য আপনাকে এক কাপ পানিতে সম পরিমান সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করতে হবে। এবার তৈরী মিশ্রণটি ঘরের প্রতিটি কোনায় স্প্রে করুন। মাকড়সার উৎপাত দুর হয়ে যাবে।

ভিনেগারে রয়েছে অ্যাসিটিক এসিড। এর ঝাঁজালো গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। তাই মাকড়সা তাড়াতে এই ঘড়োয়া পদ্ধতিটি সবচাইতে কার্যকরী।