ছাদ থেকে পানির ট্যাংক পড়ল শিক্ষার্থীদের মাথায়!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চারতলা ভবন থেকে একটি পানির ট্যাংক নিচে পড়ে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার, ২০ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুমী, সুলতান মাহমুদ ও নাসরিন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তারিকুল ইসলাম জানান, শ্রমিকরা পানির ট্যাংক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত চারতলা থেকে সেটি নিচে পড়ে ওই তিন শিক্ষার্থী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নিচে দাঁড়িয়েছিলেন ওই তিন শিক্ষার্থী। এ সময় ভবনের ছাদ থেকে পানির ট্যাংকটি মাথায় পড়লে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমএইচ/রাতদিন

সাথে থাকুন...