জরিমানার পর দুর্ঘটনায় আহত হিরো আলম

বর্তমান সময়ের বেশ আলোচিত অভিনেতা হিরো আলম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। এর আগে তিনি হেলমেট ছাড়া বাইকে উঠায় জরিমানাও গুনেছেন।

বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার পর রাজধানীর বনশ্রীর ফরাজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন হিরো আলম। ওই দুর্ঘটনায় হাতে আঘাত পান তিনি।

বৃহস্পতিবার রামপুরা ও মহাখালী ডিওএইচএস এলাকায় ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন তিনি।

হিরো আলম বলেন, ‘শুটিং শেষ করে বাইকে করে দুজন যাচ্ছিলাম। হঠাৎ দুর্ঘটনার শিকার হই। হাতে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল। পরে আমাকে হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করান আরজে সাদিক ভাই।’

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও সিগন্যালে হেলমেট ছাড়া বাইক যাত্রী হওয়ায় জরিমানা গুনতে হয়েছে হিরো আলমকে। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে বহনকারী বাইকটিকে প্রথমে থামায় এবং পরে হেলমেট না থাকায় জরিমানা আদায় করেন।

হিরো আলম বলেন, ‘বাইকটি আমার নিজস্ব। অন্য একজন চালাচ্ছিলেন। তখন শুটিং শেষ করে বের হয়েছি বলে সেই মুর্হূতে হেলমেট ব্যবহারে কোনো সুযোগ ছিলো না।’

এমআরডি-১৭/০১/২০১৯