দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করতে হবে : নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিশ্বের দুর্নীতিগ্রস্ত কোনো দেশই উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে বদ্ধপরিকর। এজন্য তিনি আগামী দিনগুলোতে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন।’

সরকারী এক তথ্য বিবরনী সুত্রে জানা গেছে, রোববার, ৩ ফেব্রুয়ারি রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে নবনিযুক্ত সমাজকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ সচিবকে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘২০৪১ সালের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে চান। আর বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে দেশ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে।’

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা রয়েছে। আমাদের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সিনিয়র সচিব জুয়েনা আজিজ এসময় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্ত্যয় ব্যক্ত করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ দপ্তরের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

এইচএ/০৩.০২.১৯