দ্বিতীয় বার ফেল, অভিমানে আত্মহত্যা

ছবি : সংগৃহীত
0

লালমনিরহাটের হাতীবান্ধায় জেএসসি পরীক্ষায় ফেল করায় আশিক শাহরিয়ার খান(১৪) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। সে ২০১৭ সালেও জেএসসিতে অংশগ্রহন করে, তবে পাশ করতে পারেনি।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার দিঘিরহাট এলাকার লেভিল ক্রসিং সংলগ্ন শান্তাহার থেকে বুড়িমারীগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহত আশিক উপজেলার সিন্দুর্না ইউনিয়নের দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে। সে হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই শিক্ষার্থী গত বছর নিয়মিত শিক্ষার্থী হিসেবে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে এক বিষয়ে ফেল করে। ফলে এবারো সে অনিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নেয়।

তবে সোমবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পুণরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক। এক পর্যায়ে বিকেলে উপজেলার দিঘীরহাট এলাকার রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করে আশিক শাহরিয়ার খান।

নিহত আশিকের বরাত দিয়ে হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশনের বুকিং ক্লার্ক নুরন্নবী সরকার জানান, পরীক্ষায় ফেল করার কারণেই সে আত্নহত্যা করেছে।

আরএইচ-০৮/২৪.১২.১৮

মতামত দিন