পার্টির দাপ্তরিক কাজ হাসপাতালেই করছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সেখান থেকেই পার্টির দাপ্তরিক কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে তাঁকে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে আছেন তিনি। পার্টির দাপ্তরিক কাজ সেখান থেকেই করছেন তিনি।’

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক এ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ভালো না। সেকারণে তাঁকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আরও বলেন, ‘চেয়ারম্যান স্যার যখন যাকে (দলের নেতা) প্রয়োজন, তাকে সিএমএইচে ডেকে নিয়ে কথা বলছেন। আর সেখানেই বসে সংগঠনের ( জাতীয় পার্টি) বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন।

এমআরডি-১৫/০১/২০১৯

মতামত দিন