প্রথম ম্যাচেই মুখোমুখি মাশরাফি-মুশফিক

0


‘প্রথম ম্যাচ সব দলের জন্যই গুরুত্বপূর্ণ’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ষষ্ঠ আসর শুরু হচ্ছে শনিবার, ৫ জানুয়ারি। নির্বাচনি উত্তাপ শেষে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর  চলবে মাসজুড়ে।

উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস।

আর দিনের অপর ম্যাচে ঢাকা ডায়নামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। এবারের আসরে প্রায় প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচেই মাশরাফীর মুখোমুখি মুশফিক। মাশরাফী আছেন রংপুর রাইডার্সের নেতৃত্বে। আর মুশফিক এবার চিটাগং ভাইকিংসের অধিনায়ক।

মাশরাফীর দলে বিদেশি তারকা যেমন আছেন তেমন স্থানীয় পারফরমারও। আর মুশফিকের দলের মূল শক্তি দেশের ক্রিকেটাররাই।

সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন মাশরাফী। ওই পরিচয় পাওয়ার পর প্রথমবার তিনি নামছেন খেলতে।

তবে শুরুতেই প্রতিপক্ষদের জন্য সমীহ তার কণ্ঠে, ‘প্রথম ম্যাচ সব দলের জন্যই গুরুত্বপূর্ণ’।

আর মুশফিক বলছেন, ‘এটা যেহেতু প্রথম ম্যাচ সবাই চাইবে ভালোভাবে শুরু করতে’।


‘এটা যেহেতু প্রথম ম্যাচ সবাই চাইবে ভালোভাবে শুরু করতে’

আরইসলাম/০৫.০১.১৯

মতামত দিন