‘প্রেমে ব্যর্থ হয়ে’ বিমান ছিনতাই!

প্রেমে ব্যর্থ হয়েই চট্টগ্রামে দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়েছিল বলে বেসরকারি টেলিভিশন সময় এক খবরে জানিয়েছে। তবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

 খবরে বলা হয়, উঠতি এক নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছিলেন।

রোববার, ২৪ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছিল।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। পরে বিমানবন্দরের নিয়ন্ত্রন নেয় সেনাবাহিনী।

এবি/রাতদিন