https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

ফোর্বসের ধনী তারকাদের তালিকায় অক্ষয়

এক বছরে ৬৫ মিলিয়ন ডলার আয় করে অক্ষয় কুমার স্থান করে নিলেন ফোর্বসের ধনী তারকাদের তালিকায়। বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে নাম লেখালেন তিনি। তালিকায় ৩৩তম অবস্থানে আছেন অক্ষয়।

ফোর্বসের হিসেব অনুযায়ী, গেলবছর প্রতি সিনেমায় প্রায় ৩৪ থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন তিনি। পাশাপাশি প্রায় ২০টি সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেতা। সেখান থেকেও আয় করেছেন কোটি কোটি রুপি।

২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এক বছরের আয়ের হিসেব করে ফোর্বস ম্যাগাজিন এই ফলাফল ঘোষণা করেছে।

প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। এই তালিকায় যাচাই বাছাই করে স্থান দেওয়া হয় তারকাদের। ২০১৮ সালে ফোর্বসের তালিকায় অক্ষয়ের পাশাপাশি নাম ছিল সালমান খানের।

২০১৯ সালে এই তালিকায় থাকা প্রথম দশ জন হলেন

টেইলর সুইফট: ১৮৫ মিলিয়ন ডলার, কাইলি জেনার:  ১৭০ মিলিয়ন ডলার, কেনি ওয়েস্ট: ১৫০ মিলিয়ন ডলার, লিওনেল মেসি: ১২৭ মিলিয়ন ডলার, এড শিরান: ১১০ মিলিয়ন ডলার, ক্রিশ্চিয়ানো রোনালদো: ১০৯ মিলিয়ন ডলার, নেইমার: ১০৫ মিলিয়ন ডলার, দ্য ঈগলস: ১০০ মিলিয়ন ডলার, ড. ফিল ম্যাকগ্রো:  ৯৫ মিলিয়ন ডলার ও ক্যানেলো অ্যালভ্যারেজ: ৯৪ মিলিয়ন ডলার।

এনএইচ/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন