বকেয়া টাকা পরিশোধ দাবিতে পঞ্চগড়ে আখচাষিদের বিক্ষোভ

পঞ্চগড় সুগার মিল কতৃপক্ষের কাছে বকেয়া থাকা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে আখচাষিরা। এ বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানা গেছে।

সোমবার, ৪ ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষী সমিতির ডাকে পঞ্চগড় সুগার মিল এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা। শেষে পঞ্চগড় জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি জসিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলে আলম।

জানা গেছে, পঞ্চগড়ের অসংখ্য কৃষক আখ চাষের উপর নির্ভরশীল। তাদের উৎপাদিত আখ বিক্রি করা হয় পঞ্চগড় সুগার মিলে। জেলার প্রায় চার হাজার আখচাষী মিলটির কাছে সাড়ে ৬ কোটি টাকা পাওনা আছে।

আর কর্তৃপক্ষ বকেয়া টাকা পরিশোধ না করায় চাষীরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

পথসভায় বক্তারা দ্রুত বকেয়া টাকা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

এমএইচ/০৪.০২.১৯