বাংলাদেশের সাথে মালয়েশিয়া-থাইল্যান্ড রেলযোগাযোগ হতে পারে : রেলপথমন্ত্রী

রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন বলেছেন, ‘এক জেলার জন্য বরাদ্দকৃত ট্রেনের টিকিট অন্য জেলা থেকে কেনা যাবে না’।

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ফেনী হয়ে ঘন্টায় আড়াইশ থেকে ৩০০ কিলোমিটার বেগে মাত্র ১ ঘন্টায় চট্টগ্রাম পৌঁছাবে দ্রুতগতির ট্রেন’।

তিনি আরও বলেন, ‘এপ্রিল-মে মাসের মধ্যে রেলওয়েতে বিদেশ থেকে আনা ৫০টি আধুনিক ব্রডগেজ কোচ যুক্ত হবে’। টিকিট কালোবাজারি বন্ধে জাতীয় পরিচয়পত্র দিয়ে কিনতে হবে ট্রেনের টিকিট’।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘পঞ্চগড় থেকে বাংলাবান্ধা এবং নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি এবং কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত রেলযোগাযোগ স্থাপন করা হবে। যেটি পরবর্তিতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’।

পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম শহিদুল ইসলাম, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

পরে মন্ত্রী পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুুষ্ঠানে যোগ দেন।

এইচএ/২৪.০১.১৯