নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেষ্টে বড় ব্যাবধানে হেরেছে। তবে সেঞ্চুরি হাকিয়ে বাংলাদেশি ৩ ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছে।
আইসিসির হিসাব মতে, টেষ্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম, সৌম্য এবং মাহমুদউল্লাহ।
তামিম ইকবাল প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে করেছেন অর্ধশত রান।
অপরদিকে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ উভয়ই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন।
এর আগের দুই টেষ্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেনি তামিম। তবে এবার ম্যাচে ফিরে দুই ইনিংসে ১২৬ ও ৭৪ রান করেন। এ রান সংখ্যাই তাকে টেষ্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আরও ১১ ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। বর্তমানে তিনি র্যাঙ্কিংয়ে ২৫ নাম্বারে অবস্থান করছেন।
ফল স্বরূপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকিয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিম।
এদিকে ইনজুরির কারণে খেলতে না পারা সাকিবের অবস্থান এখন ২৮।
এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। টেষ্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আরও ১২ ধাপ এগিয়ে যান তিনি।
বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লার অবস্থান ৪০ তম।
প্রথম টেষ্টে ১৪৯ রানের সেঞ্চুরিতে ২৫ ধাপ এগিয়েছেন সৌম্য। তাঁর র্যাঙ্কিং এখন ৬৭ তম।
এদিকে অন্যান্যদের মতো বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে আর মমিনুল হক ৩৫ নম্বর র্যাঙ্কিংয়ে আছেন।
এমবি/রাতদিন