বিপুল বিজয়ে ১৯ জানুয়ারি ঢাকায় আ.লীগের মহাসমাবেশ

বিপুল ভোটে বিজয়ী হওয়ায় শনিবার, ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। বাসস সূত্রে জানা গেছে এ খবর।

এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে সমাবেশে উপস্থিত হতে আহবান জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এইচএ/০৪.০১.১৯

মতামত দিন