মো. আল আমিন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার জছির উদ্দিন শিশু নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
একেবারে ছোট্ট বয়স থেকে ক্রিকেটের প্রতি তার প্রবল ঝোঁক। লেখাপড়ার ফাঁকে সময় পেলেই ব্যাট-বল হাতে মাঠে ছুটে যায়।
কিছুটা বড় হয়ে স্থানীয় ‘দুরন্ত ক্রিকেট একাডেমীতে’ শুরু করে ক্রিকেট চর্চা। আর চর্চার ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রংপুর বিভাগীয় পর্যায়ের ক্যাম্পেইনে ডাক পেয়েছে সে।
জানা গেছে, ‘অনুর্ধ্ব-১৪’ এর লালমনিরহাট জেলার বাছাইপর্ব থেকে রংপুর বিভাগীয় ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়েছে আল আমিনকে।
সে কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম গ্রামের আল মামুনের ছেলে।
তিন ভাইয়ের মধ্যে আল আমিন দ্বিতীয়। সে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে।
এসকে/২৮.০১.২০১৯