বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারের উপর উঠে আত্মহত্যার চেষ্টা করেছে ২১ বছরের এক ভারতীয় তরুণী। আলোচিত ঘটনাটি ঘটেছে দেশটির তেলেঙ্গানা রাজ্যের একটি জেলায়।
দামেরা মালিকা নামের ওই তরুণী তার প্রেমিককে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে উঠেছিল বলে জনিয়েছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস।
তবে পুলিশি আশ্বাসের ভিত্তিতে তরুণী আত্মহত্যা না করে নিচে নেমে আসে।
মালিকা অভিযোগ করেছেন, তার প্রেমিক নাক্কারের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু বেশ কিছু দিন থেকে নাক্কারকে এলাকায় পাওয়া যাচ্ছে না। উল্টো প্রেমিক অন্যত্র বিয়ে করার জন্য মেয়ে দেখছে। অন্য মেয়ের সাথে নাক্কারের বিয়ে কিছুতেই মেনে নিতে পারবে না তিনি। তাই তার প্রেমিকের সাথেই বিয়ের দাবিতে আত্নহত্যার চেষ্টা চালিয়েছিল সে।
পরে নাক্কারকে পুলিশ খুঁজে বের করে উভয় পরিবারের সাথে কথা বলে গত ৫ মার্চ তাদের বিয়ে দিয়ে দেয়।
এমবি/রাতদিন