বেঁচে গেলেন নায়িকা বুবলি

ছবির শুটিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি।

১,মার্চ সাকিব খান প্রযোজিত `পাসওয়ার্ড’ ছবির মহরতের পর শুটিং শুরু হলে এ ঘটনা ঘটে ।

প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলি এবং ইমন ।

শ্যুটিং করতে গিয়ে দৌড়ানোর সময় বিদ্যু্তিক তারের সাথে পা জরিয়ে পড়ে যান বুবলি । আর তাতেই ঘটে বিপত্তি।

সেই সময় একটি ভারি এবং বড় লাইট ছিটকে পড়ে। অল্পের জন্য বুবলির মাথায় পরেনি এটি।

এ সম্পর্কিত আরও খবর...

এ বিষয়ে বুবলির সাথে কথা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘শটটি খুব ক্লোজ ছিল, বুঝে উঠতে পারিনি হঠাৎ কী হল।

রান্না ঘরে দৌড়ে যাব আর তাতেই কিছু তার আমার পায়ের সাথে পেচিয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারিনি ।

নিচে মুখ থুবড়ে পরে যাই । আমাকে এতক্ষন হাসপাতালে পেতেন, নিজের ভাগ্যের জোরে বেঁচে যাই ।

এমবি/রাতদিন

সাথে থাকুন...