ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা উন্মুক্ত থাকবে।

শনিবার, ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে না। প্রার্থিতা উন্মুক্ত থাকবে।’

‘দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে এই সিদ্ধান্ত হয়েছে’ –যোগ করে বলেন ওবায়দুল কাদের।

এর আগে প্রথমে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে  এমন ঘোষণা দেওয়া হয়েছিল। পরে আবার ঘোষণা দেয়া হয় ওই পদে দল মনোনয়ন দেবে।

কিন্তু সর্বশেষ আবারও ওই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে পদ দুটি উন্মুক্ত রাখার ঘোষণা দিলেন ওবায়দুল কাদের।

এমএইচ/০৯.০২.১৯