ভারত-পাকিস্তান যুদ্ধ হলে এগিয়ে থাকবে কে?

ভারত ও পাকিস্তানের মাঝে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই এ উত্তেজনা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে ওই হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠি জৈশ-ই-মোহাম্মদ দায় স্বীকার করার পরেই পাকিস্তানকে দায়ী করছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার কড়া জবাব দেয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এক্ষেত্রে সেনাবাহিনীকে স্বাধীনতা দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তার দেশে হামলা চালানো হয় তবে প্রতিশোধ নেবেন তারাও।

১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর দেশ দুটির মধ্যে কাশ্মির ইস্যুতে এখন পর্যন্ত দুটি যুদ্ধ হয়েছে। সত্যিই যদি এখন আরেকটি যুদ্ধ বেধে যায় তাহলে কে জিতবে আর কে হারবে? এমন বিশ্লেষণ শুরু হয়ে গেছে অনেক বিশ্লেষকদের মাঝে।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস), যুক্তরাজ্যের থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এবং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট (এসআইপিআআই) এর তথ্যের ভিত্তিতে দেশ দুটির সামরিক শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরা হলো।  

একনজরে ভারত-পাকিস্তানের সামরিক শক্তি :

সামরিক সরঞ্জাম ভারত পাকিস্তান
পারমানবিক ক্ষেপণাস্ত্র ৩০০০ থেকে ৫০০০ পাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্র ২০০০ পাল্লার শাহিন-২ ক্ষেপণাস্ত্র
পারমাণবিক ওয়ারহেড ১৩০-১৪০ টি ১৪০-১৫০ টি
সেনাবাহিনী
সেনাসদস্য সংখ্যা ১৪ লাখ সক্রিয় সেনাসদস্য ৬ লাখ ৫৩ হাজার ৮০০
২০১৮ সালের সামরিক বাজেট ৪ লাখ কোটি রুপি ১ লাখ ২৬ হাজার কোটি রুপি
ট্যাংক ৩৫৬৫টি ২৪৯৬টি
আর্মড পারসোনেল ক্যারিয়ার ৩৩৬ টি ১৬০৫টি
আর্টিলারি গান ৯৭১৯ পিস ৪৪৭২ পিস
ইনফ্যান্ট্রি যুদ্ধযান ৩১০০ টি তথ্য নাই
স্বচালিত ছোট কামান তথ্য নাই ৩৭৫ টি
বিমানবাহিনী
বিমানবাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০০ ৭৫ হাজার
যুদ্ধবিমান ৮১৪টি ৪২৫টি
বিমানঘাটি ৩৪৬ টি ১৫১ টি
আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণবিষয়ক এয়ারক্রাফট ৪ টি ৭ টি
নৌবাহিনী
সদস্যসংখ্যা ৬৭ হাজার ৭০০ ১৩ হাজার
বিমানবাহী রণতরী ৩ টি নাই
সাবমেরিন ১৬ টি ৮টি
ফ্রিগেট ১৩ টি ৯ টি
যুদ্ধে ব্যবহারযোগ্য এয়ারক্রাফট ৭৫ টি ৮ টি

আরআই/রাতদিন