ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় মাহেন্দ্রযাত্রী এক মায়ের কোল থেকে ছিটকে পড়ে তার তিন বছর বয়সী এক শিশু মারা গেছে। তার নাম রোজা।
আজ শুক্রবার, ২৬ জুলাই বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে কালের কন্ঠ অনলাইনের এক খবরে বলা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদারীপুর সদরের চরমুগুরিয়া থেকে একটি মাহেন্দ্র রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার পথে ঢাকা–বরিশাল মহাসড়কের পাঁচচর এলাকায় দ্রুত গতির কারণে মাহেন্দ্রটি হঠাৎ কাত হয়ে যায়।
এ সময় মায়ের কোলে থাকা শিশু রোজা (৩) ছিটকে সড়কে পড়ে যায়। শিশুটির মা ও মাহেন্দ্র চালক কিছু বুঝে ওঠার আগেই পড়ে যাওয়া শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
নিহত রোজা চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ। রোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাঁকি লেগে শিশুটি কোল থেকে রাস্তায় পড়ে গেলে মাথা ফেটে যায়। পরে তার মৃত্যু হয়।
এইচএ/রাতদিন