মা, নগর, জীবন

মায়ের কোমর আর সন্তানের পা-একসাথে শিকলে বাঁধা। হাঁটতে যাতে সুবিধা হয় সেজন্য ছোট্ট ছেলেটি নিজের এক হাতে শিকলটি তুলে ধরেছে। আর এভাবেই রাজধানী ঢাকার ফুটপাত দিয়ে হাঁটছে তারা। শিশুটির হাতে দশ টাকার একটি নোট। শিকলে বাঁধা থাকলেও ফুরফুরে মেজাজেই হাঁটছে সে।

রোববার, ২৮ এপ্রিল সকালে এনটিভির সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিকী ছবিটি নিজের ফেসবুক ওয়ালে ‘মা। নগর। জীবন।’ শিরোনামে পোস্ট করেন। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী।

এরপরই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে।

তিনি জানান, সকাল সাড়ে দশটার ছবিটি রাজধানী জাহাঙ্গীর গেটের কাছে স্বাধীনতা টাওয়ারের সামনে তোলা। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে এ দৃশ্য দেখতে পান। এক মা তার সন্তানকে শিকলে পরিয়ে রাখার বিষয়টি চোখে পড়ার মতো বিষয়। তখনই ছবিটি তোলেন আরাফাত।

এ বিষয়ে আরাফাত বলেন, ‘আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে।’

এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন বলে জানান আরাফাত।

তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে। তিনি বলেন, শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল।

এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।

এবি/রাতদিন