রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, ‘দুর্নীতিবাজদের ধরা, আইনের আওতায় আনা ও শাস্তির মাধ্যমে শুধু দুর্নীতি দমন করা যাবেনা যতক্ষন না মানুষের মনজগতের পরিবর্তন ঘটে।’
‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক আছে সারাদেশে’ এই শ্লোগানে বুধবার, ৬ ফেব্রুয়ারি আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ চালুর অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে রংপুর দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়।
তিনি বলেন, ‘আগামী প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের ন্যয়-অন্যায়, নৈতিকতাবোধ জাগিয়ে তুলতে এবং মূল্যবোধ, আত্মমর্যাদাবোধ, সততা-জ্ঞানে বলিয়ান হতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালুর এই উদ্যোগ নেয়া হয়েছে।’
রংপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মো. ফানাফিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন দুদকের বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ।
দুদকের বিভাগীয় পরিচালক বলেন, ‘দুর্নীতি উন্নতির পথে অন্তরায়। দেশে শতকরা ৫০ ভাগ দুর্নীতি কমাতে পারলে দেশের জিডিপি শতকরা ২ ভাগ বৃৃদ্ধি পাবে।’
পরে দুদকের উদ্যোগে রংপুরের ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালুর করতে প্রতিটি প্রতিষ্ঠানে ৩০ হাজার করে টাকা প্রদান করা হয়।
এবি/০৬.০২.১৯