রংপুর নগরীনহ জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা গেছে। সপ্তাহ খানেক থেকে ডায়রিয়া আক্রান্তের সংখা বাড়ছে বলে চিকিৎসা কেন্দ্রগুলো সূত্রে জানা গেছে। এদিকে গত এক সপ্তাহে দুই জনের মৃত্যু হয়েছে বলে তাদের পরিবার দাবি করেছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, ওই দুজন ফুড পয়জনিংয়ে (খাদ্যে বিষক্রিয়া) মারা গেছে।
চিকিৎসকরা বলছেন, প্রকৃতির বৈরী আচরণ রংপুর অঞ্চলের মানুষের মাঝে নেতিবাচক প্রভাব ফেলছে। এর সাথে প্রচন্ড গরমে মানুষের স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও একাধিক কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এটি স্বাভাবিক ঘটনা।
স্থানীয়রা জানিয়েছে, গত ২৬ এপ্রিল নগরীর হাবিব নগর এলাকার মাহাবুবার রহমান (৭৯) নামে এক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ২৭ এপ্রিল একই এলাকার চকলেট মিয়া(২৭) নামে আরেকজন মারা যান। একই সময়ে ওই এলাকার বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হন।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রংপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনের মত ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
রংপুরের সিভিল সার্জন ডাক্তার জাকিরুল ইসলাম লেলিন বলেন, ‘হাবিব নগর এলাকায় যে দুজন মারা গেছে তারা সম্ভবত ফুড পয়েজিংয়ে মারা গেছে। আমাদের টিম সেখানে আছে তারা রিপোর্ট দিলে মৃত্যুর কারণ জানা যাবে।’ ডায়রিয়ায় আক্রান্ত নিয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানান তিনি।
এইচএ/রাতদিন