রংপুরের আব্দুর রশিদ নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
শনিবার, ২৮ মার্চ বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সাইমোড় জসদা মার্কেটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক দাবিকারী আব্দুর রশিদ ভুয়া প্রচারণা চালিয়ে লোকজনকে নানাভাবে প্রতারণা করে আসছিলেন। তিনি বিভিন্ন রোগের চিকিৎসা ও অপারেশনও করতেন। অথচ তার কোনো চিকিৎসক সনদ ও সেবাকেন্দ্রের লাইসেন্স ছিল না।
ভুয়া চিকিৎসক আব্দুর রশিদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্ল্যাহ আল মামুন এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাউনিয়াতে চেম্বার দিয়ে চিকিৎসা করে আসছিলেন।
এসব তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এনএ/রাতদিন