রংপুর নগরীতে এলইডি মনিটর স্থাপন করা হয়েছে। এসব মনিটরে জনসাধারাণের উদ্দেশ্যে নিরাপত্তা সচেতনতামূলক বার্তা প্রচারিত করা হবে পুলিশের পক্ষ থেকে।
অপরদিকে বর্তমান সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ড ও রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন চিত্র প্রচারিত ওইসব মনিটরে। পোশাক ও প্রশাধনী বিক্রয় ও বিপননকারী প্রতিষ্ঠান ‘রয়্যালটি মেগামল’ মনিটর স্থাপনে অর্থায়ন করে।
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ে এর উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটো, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর ইসলাম টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, অর্থায়নকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান তৌহিদ হোসেন প্রমুখ।
এমএইচ/রাতদিন