রিক্সায় চড়ে ‘নৌকা’র মিছিল

হাতীবান্ধায় ‘নৌকা’ প্রতীকের পক্ষে রিক্সা মিছিল
0

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা মার্কার পক্ষে ‘রিক্সা মিছিল’ করেছেন আওয়ালীগ নেতাকর্মী-সমর্থকরা। প্রায় শ’ খানেক রিক্সায় চড়ে তারা উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের নেতৃত্বে মঙ্গলবার, ২৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে দইখাওয়া মোড় থেকে রিক্সা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিলে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান ও সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হক ভুট্টু, সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি লিপন রায় ও সাধারণ সম্পাদক নয়নসহ আওয়ামীলীগ-ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘ব্যতিক্রমী প্রচারণার চিন্তা থেকেই রিক্সা মিছিলের আয়োজন করা হয়েছে’।

মতামত দিন