লালমনিরহাটের একটি চায়ের দোকানে কয়েকজনকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওই আদালত পরিচালনা করা হয়।
সোমবার, ২০ এপ্রিল রাত ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাটের ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা মোক্তার আলীর ছেলে মুসা আলী (৩৮) ও তার ছোট ভাই হযরত আলী (২৫) ওই এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, জনসমাগম ঠেকাতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল।
এ সময় রাত ৮টার দিকে চর কুলাঘাট ওয়াপদা বাজার এলাকার কয়েকটি চায়ের দোকান খোলা রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কয়েকজনকে একশ টাকা করে জরিমানা করে দোকান বন্ধ করে দেওয়া হয়।
এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দু’জনকে আটক করে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, আটক দু’জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আজ মঙ্গলবার, ২১ এপ্র্রিল সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএম/রাতদিন