সভাপতি বেনজীর আহমেদ সম্পাদক প্রলয় কুমার

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ বিপিএম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার-ডিসি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম।

বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয় ।

ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম পিপিএম এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।

এতে অপর দুই নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী বিপিএম, পিপিএম, ও ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।

প্রসঙ্গত, গত কমিটিতে সভাপতি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আর সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে ছিলেন প্রলয় কুমার জোয়ার্দার।

সুত্র- দৈনিক যুগান্তর

এমআরডি-০৮.০২.২০১৯