সৈয়দপুরের সাংবাদিক ফারুকের বাবার ইন্তেকাল

দৈনিক নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার ও সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য এম ওমর ফারুকের বাবা কছিমুদ্দিন প্রামানিক বার্ধক্যজনিত কারণে রোববার, ৯ জুন ভোরে শহরের হাতিখানার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল ও সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

কছিমুদ্দিন প্রামানিক সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

এইচএ/রাতদিন