সৈয়দপুরে অগ্নিকান্ডে তিন পরিবারের বতসবাড়ি ছাই

ছবি : রাতদিন.নিউজ
0

নীলফামারীর সৈয়দপুরে আগুনে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। পৌর এলাকার পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর রাতের এ অগ্নিকান্ডের পর থেকে সবকিছু হারানো পরিবারগুলোর লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১০ নম্বর ওয়ার্ডের মনুসরের মোড় এলাকার ওবায়দুল ইসলামের বাড়ি থেকে সূত্রপাত হওয়া আগুন মুর্হুতেই তার ভাই নুর হোসেন এবং প্রতিবেশি নুরুজ্জামানের বাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই পরিবার তিনটির ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকাসহ সবকিছু ছাই হয়ে যায়। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি কেউ।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং ইউএনও এস এম গোলাম কিবরিয়া।

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তবে বুধবারও অসহায় পরিবারগুলো আছে খোলা আকাশের নিচে আছেন বলে জানা গেছে।

এইচএ/২৬.১২.১৮

মতামত দিন