সৈয়দপুরে তালা ভেঙ্গে দোকান চুরি

সংগৃহীত গ্রাফিকস্
0

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী বাজারের দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ১ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকানীরা অভিযোগ করেছেন, একটি সংঘবদ্ধ চোরের দল বাজারের চারটি দোকানের সার্টারের তালা ভেঙ্গে দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

কদমতলি বাজারের ‘হাফিজ রেশন স্টোরের’ মালিক মো. হাফিজ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে তিনিসহ অন্যান্য দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এই অবস্থায় গভীর রাতে চোরের দল তার দোকানসহ সুমন রেশন স্টোর, জব্বার সাইকেল স্টোর ও খায়রুল ভ্যারাইটিস স্টোরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা বিভিন্ন মালামালসহ নগদ টাকা নিয়ে যায়। সকালে দোকান মালিকরা দোকানে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন।

চুরি যাওয়া দোকান মালিকরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানালেও শেষ খবর পাওয়া পর্যন্ত সৈয়দপুর থানায় কোনো মামলা হয়নি।

এইচএ/০২.০১.১৯

মতামত দিন