নীলফামারীর সৈয়দপুরে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে নিন্ম মানের লাচ্ছা সেমাই, চিপস্, বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে তিনটি কারখানা মালিকের সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে র্যাব। এ সময় মেয়াদার্ত্তীণ বিপুল পরিমাণ চিপস্, লাচ্ছা সেমাই ও বেকারি পণ্য ধ্বংস করা হয়।
বুধবার, ২২মে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ জরিমানা করেন।
সৈয়দপুর শহরের নিমকো ফুড প্রডাক্টস ও নাজ ফুড প্রডাক্টসকে ২লক্ষ টাকা এবং আশা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরে আভিযান চালানো হয়। এ সময় নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে নিন্ম মানের লাচ্ছা সেমাই, চিপস্, বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে শহরের নিমকো ফুড প্রডাক্টস ও নাজ ফুড প্রডাক্টসকে ২লক্ষ টাকা এবং আশা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ সময় নিমকো ফুড প্রডাক্টসের ৮ মন চিপস ও নাজ ফুড প্রডাক্টসের ৪৪ প্যাকেট লাচ্ছা সেমাই, ৬ মন চিপস, এক বোতল মেয়াদার্ত্তীণ ঘি ফ্লাভার ধ্বংস করা হয়।
এইচএম/ রাতদিন