হাতীবান্ধায় চার অগ্রজকে টপকে জয়ী মামুন

হাতীবান্ধায় নির্বাচনি দৌড়ে ‘ঘোড়া’ এগিয়ে- নির্বাচনের শুরু থেকেই সাধারণ ভোটাররা এমন ধারণাই করে আসছিলেন। আর তাদের ধারণাই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো।

জিতে গেলেন মশিউর রহমান মামুন। একেবারে প্রথমবারের মতো ভোটযুদ্ধে নেমে।

মামুন তাঁর ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৪৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লিয়াকত হোসেন বাচ্চু পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট।

এইচএ/রাতদিন