হাতীবান্ধায় নৌকার পক্ষে সাইকেল র‌্যালি

বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকার পক্ষে সাইকেল মিছিল করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
0

জেলার হাতীবান্ধায় নৌকার পক্ষে মাঠে নেমেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য বুধবার’ ২৫ ডিসেম্বর তারা সাইকেল মিছিল করেছে। দুপুরে স্থানীয় ডাকবাংলো মাঠ থেকে তাদের মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদ। ওই সাইকেল র‌্যালিতে প্রায় দেড় শাতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসব শিক্ষার্থী লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের আ‘লীগ প্রার্থী মোতাহার হোসেনের জন্য নৌকায় ভোট চেয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

মিছিলটি উপজেলা সদরের টংভাঙ্গা, সিন্দুর্ণা ও সিংঙ্গীমারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে পূনারায় ডাকবাংলো মাঠে এসে শেষ হয়। এর আগে র‌্যালির শুরুর আগে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিলীপ সিংহ।

এমআরডি-০৮/২৬.১২.২০১৮

মতামত দিন