হাতীবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রতীকি ছবি
0

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরে ডুবে মাহিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, ৪ জানুয়ারি বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। মাহিন উপজেলার ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক সহিদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা রবিউল জানান, শুক্রবার দুপুর থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না মাহিনকে। এই অবস্থায় বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে মাহিনের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয় স্থানীয়রা।

পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

‘পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে’ বলে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ।

এমআরডি/০৪.০১.১৯

মতামত দিন