হাতীবান্ধায় ‘বুয়েট ৯৬’ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

শুক্রবার সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে শীর্তাতদের মাঝে বিতরণ করে হাতীবান্ধার ‘বুয়েট ৯৬’ ফাউন্ডেশন। ছবি- রাতদিন

লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়-গরিব মানুষের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেছে ‘বুয়েট ‘৯৬ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করেছেন ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মিলন।

শুক্রবার সকালে সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে শীর্তাতদের মাঝে এসব কম্বল বিতরণে সহায়তা করে হাতীবান্ধার ‘বন্ধু ৯৪’ সমবায় সমিতি। অসহায় মানুষজন এসব শীতবস্ত্র পেয়ে দারুণ খুশি।

এ সম্পর্কিত আরও খবর...

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক কামরুজ্জাম কামু, তারিফুল ইসলাম, মোরশেদ কুলি খান, হাবিবুল্লাহ বাহার লিটন, ধীরেস্বও সিংহ, মিজানুর রহমান মুকুল, মোজ্জাম্মেল হক বাবু, আশরাফুল হক রাজু প্রমূখ।

এমআরডি-১৮/০১/২০১৯