হাতীবান্ধা এসএস সরকারি বিদ্যালয়ে শিক্ষা-সাংস্কৃতিক সপ্তাহ শুরু

ছবি- রাতদিন.নিউজ

জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষা ,ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার, ২৬ জানুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়াম্যান লিয়াকত হোসেন বাচ্চু।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, সহকারি প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম ছন্দ, হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক স্বপন কুমার দে প্রমুখ।

আলোচনা শেষে ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়।

এমআরডি-২৬/০১/২০১৯