অনলাইন গেম খেলতে বাঁধা দেয়ায় বাবাকে তিন টুকরো

অনলাইন গেম পাবজি খেলতে বাধা দেয়ায় এক ছেলে তার বাবার মাথা কেটে হত্যা করেছে। পরে তার মৃতদেহকে তিন টুকরো করে ফেলে ওই ছেলে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের বেলাগাবি জেলার সিদ্বেশ্বর নগর কাকাতিতে।

খবরে বলা হয়েছে, রঘুবীর কুম্বার নামের ওই কিশোর তার শঙ্কর কুম্বারকে হত্যা করেছে। তার বাবা রঘুবীরের মোবাইল ফোন কেড়ে নেন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাকে প্রহার করে। এতে ক্ষুদ্ধ হয়ে বাবাকে হত্যা করে রঘুবীর। সে তার পরিবারের অন্য সদস্যদের একটি রুমে আটকে রাখে এবং তার বাবাকে কেটে হত্যা করে।

তিন মাস আগেই পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছিলেন শঙ্কর। পরে কাকাতি পুলিশ স্টেশনের খবর দেয়া হলে সেখানে সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, রঘুবীরের মানসিক সমস্যা রয়েছে।

ভারতে প্রায়ই পাবজির কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। গত জুন মাসে মহারাষ্ট্রে ১৫ বছর বয়সী এক ছেলে তার বড় ভাইকে হত্যা করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বড় ভাই পাবজি গেম খেলায় তাকে বকাঝকা করায় সে এই কাজ করে।

এনএইচ/রাতদিন