অনুমতি ছাড়া মোবাইলে কথা রেকর্ড কি জায়েজ?

প্রশ্ন : আমরা অনেকেই গুরুত্বপূর্ণ কথা সংরক্ষণের জন্য মোবাইলে অটো কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করি। কখনো কখনো নিজের নিরাপত্তার জন্য এ ধরনের পদক্ষেপ নিতে হয়। প্রশ্ন হলো, কারো অনুমতি ছাড়া এভাবে তার কথা রেকর্ড করার জন্য মোবাইলে অটো কল রেকর্ডার ব্যবহার করা কতটুকু বৈধ?

উত্তর : মানুষের কিছু কিছু কথা শ্রবণকারীর জন্য আমানত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি কথা বলার পর এদিক-সেদিক তাকায়, তবে তার এ কথা (শ্রবণকারীর জন্য) আমানত বলে গণ্য(তিরমিজি, হাদিস : ১৯৫৯) ।

যেহেতু অটো কল রেকর্ডার ব্যবহার করার মাধ্যমে মানুষের এ ধরনের কথাগুলোও বিনা অনুমতিতে সংরক্ষিত হয়ে যায়, তাই এ ধরনের অ্যাপ ব্যবহার না করাই ভালো।

তবে কেউ এ রকম কোনো গোপন কথা বলে ফেললে সঙ্গে সঙ্গে ওই রেকর্ডটি মুছে ফেলা উচিত। কেননা আপনার সেটা কারো কাছে প্রকাশ করার ইচ্ছা না থাকলেও কোনোভাবে তা হয়তো প্রকাশ হয়ে যেতে পারে।

হাসান বসরি (রহ.) বলেন, ‘তোমার ভাইয়ের গোপন বিষয় কারো কাছে বলাও খেয়ানত।’ (আসসামত, ইবনু আবিদদুনয়া ৪০৪)।

এবি/রাতদিন