অবশেষে খুলছে কারমাইকেলের দুই ছাত্রাবাস

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের দুটি ছাত্রাবাস অবশেষে পুনরায় চালু হচ্ছে। ছাত্রাবাস দুটি গত আট বছর ধরে বন্ধ ছিল।

ইতোমধ্যে প্রস্তুত হয়ে উঠেছে গোপাল লাল (জিএল) ছাত্রাবাস। আর কয়েক দিনের কাশিম বাজার (কেবি) ছাত্রাবাস বসবাস উপযোগী হয়ে উঠবে। তবে ছাত্রাবাস দুটিতে আসন মাত্র ২২০টির মতো।

জানা গেছে, ২০১১ সালের ১৫ মার্চ কেবি, জিএল ও ওসমানী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। হলগুলো ইসলামী ছাত্রশিবিরের দখলমুক্ত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছিল বলে কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছে।

জিএল ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, এই হলে ১৭০ ছাত্র থাকতে পারবে। প্রত্যেকের মাসে খরচ পড়বে দেড় হাজার টাকা।

জানা গেছে, ব্যবহার অনুপযোগী ওসমানী এবং পরিত্যক্ত ঘোষিত সিএম ছাত্রাবাসও চালু করার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এইচএ/রাতদিন