আইএমইআই যাচাই ও রশিদ নিয়ে মোবাইল ফোন কেনার পরামর্শ দিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, সঠিক আইএমইআই ছাড়া মোবাইল ফোন হ্যান্ডসেটে সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হবে আগামী মাস থেকে।
এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সোমবার, ২৯ জুলাই বিটিআরসি জানায়, আগস্টের ১ তারিখ হতে নকল-ক্লোন আইএমইআই এর মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।
হ্যান্ডসেট অবৈধ বা নকল কিনা তা দেখেতে বিজ্ঞপ্তিতে সঠিক আইএমইআই যাচাই পদ্ধতি জানিয়ে দেয়া হয়।
যেভাবে আইএমইআই নম্বর যাচাই করবেন:
এতে বলা হয়, যে কেউ ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেইজে সংরক্ষিত রয়েছে কিনা তা জানতে পারবেন।
বিটিআরসির ডেটাবেইজে আইএমইআই নম্বর থাকলে বুঝতে হবে হ্যান্ডসেটটি বৈধ। আইএমইআই নম্বর নতুন হ্যান্ডসেটের মোড়কেই পাওয়া যাবে। সেক্ষেত্রে *#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র সংখ্যাগুলো হলো আইএমআই নম্বর।
১৫ ডিজিটের এই নম্বরটি ব্যবহার করতে হবে বিটিআরসিতে এসএমএসের জন্য।
জেএম/রাতদিন