অশালীন মন্তব্যের জেরে ৩ মাস নিষিদ্ধ মেসি

গুঞ্জন ছিলো বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন মেসি। অবশেষে তাই হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। সেই সাথে ৫০ হাজার ইউএস ডলার জরিমারাও গুনতে হবে তাকে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই নিষেধাজ্ঞা জারি করে।

গত মাসে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে বিতর্কিত ভাবে লাল কার্ড দেখেন মেসি।

ম্যাচ শেষে কনমেবলকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় আর্জেন্টাইন অধিনায়কে এই শাস্তি পেতে হচ্ছে।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিলও করার সুযোগ পাচ্ছেন মেসি। তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করতে সময় পাবেন সাত দিন।

এই নিষেধাজ্ঞার ফলে মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে খেলার কথা রয়েছে।

এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানাও করেছিল কনমেবল।

শান্ত/রাতদিন