আদিতমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল খালেক নামে এক মেশিন মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনটি ধ্বংস করা হয়।

শুক্রবার, ১৪ আগস্ট বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

মেশিন মালিক আব্দুল খালেক উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মনতাজ আলীর ছেলে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, উপজেলার কুটিরপাড় গ্রামে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মেশিন ধ্বংস করা হয়। এসময় মেশিনে থাকা আব্দুল খালেককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। পরে রাতে জরিমানা পরিশোধ করে মুক্তি পান আটক আব্দুল খালেক।

এনএ/রাতদিন